বাসায় ডাকাতি হয়েছে। এ সময় টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি ছোট্ট একটি শিশুকে অপহরণ করে নিয়ে গেছে ডাকাতরা। গতকাল রাজধানীর আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ডাকাতির এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একদল ডাকাত তাদের বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশুসন্তানকে নিয়ে যায়। ডাকাত দল গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাশৈনু বলেন, ‘পুলিশ ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।’
ডাকাতির এ ঘটনায় শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। যে বাসায় ডাকাতি হয়েছে তার গৃহকর্ত্রীর এক সহকর্মী ওই পোস্টে লিখেছেন, শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।
ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেফতার অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন। তিনি বলেন, ‘ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা বাচ্চা নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন, তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।’