স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে মিথ্যা খবর প্রচার করছে। তিনি এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা প্রতিবেদনগুলোর কড়া জবাব দেব। ভারতীয়দের এমন মিথ্যাচার বন্ধ করতে মিডিয়ার সহযোগিতা চাই।
তিনি বলেন, আপনারা আমাদের বড় শক্তি। সত্য প্রতিবেদন প্রকাশ করুন, কোনো ভুল থাকলে আমরা তা সংশোধন করব। তবে মিথ্যা প্রতিবেদনের আশ্রয় নেবেন না।
সভায় বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করে তিনি জানান, দায়িত্ব নেয়ার পর এ প্রথম বরিশালে এসে সন্তোষ প্রকাশ করছি। বরিশালের আইনশৃঙ্খলা অন্যান্য জায়গার তুলনায় ভালো অবস্থায় আছে বলে মনে করেন তিনি।
সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ড প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, এবারে সুরাহা হবে বলে আশা করা যাচ্ছে। ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করতে আইজিপি সাহেবের নির্দেশে নতুন একটি টিম গঠন করা হয়েছে।
সভায় পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার ও বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম উপস্থিত ছিলেন।