এই দশকে ম্যাচ জয়ে সবার ওপরে আর্জেন্টিনা, বিশের বাইরে ব্রাজিল

২০২০ সালের শুরু থেকে পৃথিবী বড় ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে গেছে। দশকটা শুরুই হয়েছিল দুনিয়াকাঁপানো এক মহামারি দিয়ে। করোনাভাইরাসের সেই প্রভাব এখনো পৃথিবী থেকে পুরোপুরি মুছে যায়নি।

এ ছাড়া চলতি দশকে এরই মধ্যে আমরা যুদ্ধ, ক্ষমতা পরিবর্তন, বিপ্লবসহ অনেক ঘটনার সাক্ষী হয়েছি। ঠিক একইভাবে বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী হয়েছে ফুটবলজগৎও। এই সময়ে প্রায় তিন দশক পর লিগ শিরোপা জিতেছে লিভারপুল ও নাপোলি। দেখতে হয়েছে ডিয়েগো ম্যারাডোনা ও পেলের মতো কিংবদন্তিদের বিদায়ও।

আবার এই সময়ে ঐতিহাসিক অর্জনের সাক্ষী হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই দশকেই ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। এমনকি দুবার কোপা আমেরিকা শিরোপাও জিতেছে তারা, সঙ্গে আছে একটি ফিনালিসিমার ট্রফিও।

এ ছাড়া জয়ের পরিসংখ্যানও বলছে, এই দশকে এখন পর্যন্ত সবচেয়ে আধিপত্য বিস্তার করা দলটির নাম আর্জেন্টিনা। ট্রান্সফারমার্কেটের ১০ অক্টোবর পর্যন্ত করা হিসাব অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি ৪৮ ম্যাচ জিতেছেন মেসিরা।

এ তালিকায় দ্বিতীয় নামটি অবশ্য একটু অবাক করার মতোই। দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ জেতা দলটি মরক্কো। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলা দলটি জিতেছে ৪৫ ম্যাচ। আর তিনে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল জিতেছে ৪১ ম্যাচ, যদিও এ সময়ে কোনো শিরোপা জেতা হয়নি দেশটির। তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে, এই তালিকার সেরা দশে জায়গা হয়নি ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মতো দেশগুলোর।

এর মধ্যে ব্রাজিলের পতনটা রীতিমতো বিস্ময়কর। বিপর্যয়ের মধ্যে থাকা ব্রাজিল ম্যাচ জয়ের তালিকায় আছে ২১ নম্বরে। ১০ অক্টোবর পর্যন্ত ৫২ ম্যাচ খেলে তারা জিতেছে ৩৩ ম্যাচে। আরেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির অবস্থা অবশ্য আরও খারাপ। ৫৮ ম্যাচে তাদের জয় ২৮টিতে, অবস্থান ৩২ নম্বরে।

এই দশকে সবচেয়ে বেশি জয়

দলম্যাচজয়
আর্জেন্টিনা৫৮৪৮
মরক্কো৬৪৪৫
পর্তুগাল৬০৪১
জাপান৫৬৪০
আলজেরিয়া৬১৪০
স্পেন৬২৪০
ইংল্যান্ড৬৩৪০
যুক্তরাষ্ট্র৭০৪০
মেক্সিকো৭৯৪০
ইরান৪৯৩৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *