দুপুরে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতীয় নারী দল। শুরুতে আজ (৯ জুলাই) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দুই দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

এর আগে গতকাল (শনিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন দুই দলের অধিনায়ক। ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর জানিয়েছেন, ‘বাংলাদেশ ভালো দল। তারা সব সময়ই নিজেদের কন্ডিশনে ভালো মানের ক্রিকেট খেলে। যা আমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারে এবং সেভাবে আমরা প্রস্তুতও আছি। আমরা ২-৩ দিন নিজেদের প্রস্তুতির সময় পেয়েছি এবং প্রতিটি বিভাগেই কাজ করেছি। ইতিবাচক ক্রিকেট খেলার অপেক্ষায় আছি আমরা। আশা করছি পুরো দল একসঙ্গে খেলতে পারব এবং নিজেদের সেরাটা দিতে পারব।’

আমরা আজকের অবস্থানে আসার পথে সব সময়ই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছি। প্রতিটি দলই আসলে দিনকে দিন উন্নতি করার চেষ্টা করে। তারাও তাদের সামর্থ্য দেখানোর চেষ্টা করবে। আমাদের থেকে যা প্রত্যাশা করা হচ্ছিল তা আমরা করেছি। ভালো দলগুলোর বিপক্ষেও ভালো খেলেছি। বাংলাদেশও বেশ ভালো দল। ভালো ক্রিকেট খেলে তারাও প্রতিদ্বন্দ্বীতা করে। আমরা আমাদের প্রক্রিয়ায় থাকতে চাই যেগুলো আমাদের সাফল্য পেতে ভূমিকা রাখে। নিজেদের দিকে মনোযোগ রাখতে চাই, এটা ভাবতে চাই না যে কে ভালো, কে খারাপ। আমরা ভালো খেলার দিকে মনোযোগ রাখতে চাই, এটাই আমাদের একমাত্র লক্ষ্য’, যোগ করেন ভারতীয় অধিনায়ক।

এদিকে, একইদিন কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। বাংলাদেশ এর আগে ভারতের বিপক্ষে কখনও সিরিজ জিততে পারেনি। সে কারণে এবার জিততে পারলে ইতিহাস হয়ে থাকবে বলে মনে করেন জ্যোতি, ‘এটা বিশ্বাসের ওপর নির্ভর করে। আপনারা এটা বিশ্বাস করছেন কিনা। আপনারা কি বিশ্বাস করছেন আমরা তাদের বিপক্ষে ম্যাচ জিততে পারব? আমাদের বিশ্বাস আছে, আমরা তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলব। সবচেয়ে বড় কথা সিরিজ জয় সবাই-ই চায়।’

‘বাংলাদেশের মাটিতে নিজেদের পতাকা ওড়ানোর মতো আনন্দের কিছু হতে পারে না। আমরা পুরো দল জানি যে, এই মাঠে আমাদের জন্য ম্যাচ জেতা কতটা গুরুত্বপূর্ণ। সিরিজ জিতলে এটা অসম্ভব একটা গৌরবের ব্যাপার হবে এবং এটা ইতিহাস হয়ে থাকবে’, যোগ করেন জ্যোতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *