আগামী সাত দিনের মধ্যে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো পরাশক্তির বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এর আগে, নিজেদের প্রস্তুতিতে ভালোভাবেই সেরে নিল কাতালানরা। লা লিগার ম্যাচে সেভিয়ার জালে রীতিমতো গোল উৎসব করল তারা। এর মাধ্যমে বায়ার্ন ও রিয়ালের বিপক্ষে ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, সেটিরও আগাম বার্তা দিয়ে রাখল হ্যান্সি ফ্লিকের শীর্ষরা।
রোববার রাতে ঘরের মাঠে সেভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। ম্যাচে জোড়া গোল পেয়েছেন রবার্ট লেভান্ডভস্কি ও পাবলো তোরে।লিগে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কাতালানরা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল।
ম্যাচটিতে মাঠে নামার ১৫ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে ৩ বার বল জড়ায় বার্সা। ২৪তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি লেভান্ডভস্কি।
৪ মিনিট বাদেই ডি-বক্সের বাইরে থেকে করা পেদ্রির দারুণ গোলে ব্যবধান বাড়ায় বার্সা। বিরতির আগে ৩৯তম মিনিটে লেওয়ানডস্কি নিজের দ্বিতীয় গোল পেয়ে গেলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০ তে।
দ্বিতীয়ার্ধে বদলি নেমে ৮২ ও ৮৮তম মিনিটে আরও দুটি গোল করেন পাবলো তোরে। ৮৭তম মিনিটে সেভিয়ার হয়ে ব্যবধান কমান স্ট্যানিস আইডামবো। এতে ৫-১ গোলের জয় পায় বার্সা।
ম্যাচে দুর্দান্ত খেলেছেন বার্সার আক্রমণভাগের লামিন ইয়ামাল, রাফিনহা ও লেওয়ানডস্কি। এ মৌসুমে লা লিগায় বার্সার মোট ৩৩ গোলের মধ্যে এই তিনজনের কাছ থেকে এসেছে ২১ গোল। লিগে এ নিয়ে ১০ ম্যাচে সর্বোচ্চ ১২ গোলের মালিক লেভান্ডভস্কি।
আগামী বৃহস্পতিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে মাঠে নামবে বার্সা। জার্মান জায়ান্টদের বিপক্ষে শেষ পাঁচবারের লড়াইয়ে প্রতিবারই হেরেছে কাতালানরা। এর মধ্যে আবার ৮-২ গোলের লজ্জাজনক হারও রয়েছে। তবে, এ সিজনে কোচের দায়িত্ব নেওয়া ফ্লিকের অধীনে দুর্দান্ত ফুটবল খেলছে বার্সা। সাবেক কোচ জাভির সময়ে নিজেদের আত্মবিশ্বাস যেন হারিয়েই ফেলেছিলেন বার্সা ফুটবলাররা। যদিও ফ্লিকের ছোঁয়ায় যেন নতুন করে চাঙা হয়ে উঠেছেন তারা।
এদিকে, ২৭ অক্টোবর মর্যাদার এল-ক্লাসিকোর মহারণে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে মাঠে নামবেন ইয়ামাল-রাফিনহারা। এ বছর রিয়ালের বিপক্ষে দুইবার মাঠে নেমে প্রতিবারই হেরেছে তারা। তবে, এবার ফ্লিকের অধীনে ভালো কিছুর করারই বার্তা দিয়ে রাখল বার্সা।