‘লড়াই’টা জমিয়ে তুললেন জাকের–মাহিদুল

ওয়েস্ট ইন্ডিজে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাট করে ২৫৩ রান তুলেছে বাংলাদেশ। স্বস্তির দিক, রান পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যানেরা। তবে এর মধ্যে টিম ম্যানেজমেন্টকে ‘মধুর সমস্যায়’ ফেলেছেন দুই উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী ও মাহিদুল ইসলাম।

ছয়ে নেমে জাকের আলী খেলেছেন ৪৮ রানের ইনিংস, সাতে নেমে মাহিদুল ইসলাম ৪১। পঞ্চম উইকেটে ৮১ রানের জুটি গড়া এ দুজন মাঠ ছেড়েছেন ‘আহত অবসর’ হয়ে, অর্থাৎ স্বেচ্ছায়। এ ছাড়া অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হকের ব্যাট থেকে এসেছে ৩১ রানের ইনিংস।

অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে দুই দিনের এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ। ক্যারিবীয় দলটিকে নেতৃত্ব দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাফেট।  

প্রথমে ব্যাট করা বাংলাদেশের মাহমুদুল হাসান ও জাকির হাসানের ওপেনিং জুটি টিকেছে ৫.২ ওভার, ৮ রান করে শারন লুইসের বলে ফেরেন মাহমুদুল। আরেক ওপেনার জাকির ফেরেন দশম ওভারে, ৩৪ বলে করে যান ১৫ রান। শাহাদাত হোসেন ও মুমিনুলের তৃতীয় উইকেট জুটি অবশ্য কিছুক্ষণ থিতু হয়। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে থাকা জাস্টিন গ্রেভসের পেসে বোল্ড হওয়ার আগে ৩০ বলে ২৫ রান করেন নাজমুলের অনুপস্থিতিতে দলে ডাক পাওয়া শাহাদাত। মুমিনুলের ব্যাট থেকে আসে ৩১ রান।

১০১ রানে চতুর্থ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত জাকের-মাহিদুলদের ব্যাটে দুই শর দিকে এগোয়। এর মধ্যে ব্যক্তিগত ৩১ রান করে মাঠ ছেড়ে যান লিটন, ৫৩ বল খেলা তাঁর ইনিংসে ছিল ৪টি চারের সঙ্গে ১টি ছয়। জাকের-মাহিদুলের জুটিতে ৮১ রান যোগ হওয়ার পর ‘আহত অবসর’ হয়ে মাঠ ছাড়েন জাকের। তিনি ৪৮ রান করেন ১১০ বল খেলে ৪টি চার ও ১ ছয়ে। এর চার ওভার পর মাঠ ছেড়ে যান মাহিদুলও। তাঁর ৪১ রানের ইনিংসটি আসে ৮৭ বলে ৪টি চার ও ১টি ছয়ে।

মজার বিষয় হচ্ছে, মাহিদুল, জাকের ও লিটন—তিন উইকেটকিপার ব্যাটসম্যানই চার মেরেছেন ৪টি করে, ছক্কাও ১টি করে। সিরিজের প্রথম টেস্টে লিটনের একাদশে থাকা নিশ্চিতই। জাকের-মাহিদুলের মধ্যে একজনকে বেছে নিতে গিয়ে মধুর সমস্যাতেই পড়তে হতে পারে টিম ম্যানেজমেন্টকে।

গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টে অভিষেক হয়েছিল জাকেরের। যে ম্যাচে প্রথম ইনিংসে ২ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান। চট্টগ্রামে পরের টেস্টে জাকের ছিটকে দলে আচমকাই জাতীয় দলে অভিষেক হয় মাহিদুলের। প্রথম ইনিংসে ০ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেন ২৯ রান।

দিনের শেষ বেলায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ ২ ওভার ব্যাট করে। তাতে হাসান মুরাদের করা প্রথম ওভারের চতুর্থ বলেই জাকেরের ক্যাচে পরিণত হন ব্রাফেট। স্বাগতিকদের রান ১ উইকেটে ৫।

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্টের সিরিজ শুরু হবে ২২ নভেম্বর অ্যান্টিগা টেস্ট দিয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ দল: প্রথম ইনিংসে ৭৩.২ ওভারে ২৫৩ (মাহমুদুল ৮, জাকির ১৫, মুমিনুল ৩১, শাহাদাত ২৫, লিটন ৩১, জাকের ৪৮, মাহিদুল ৪১, মিরাজ ১১, তাইজুল ১৫*, হাসান ০, তাসকিন ৭)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *