বিদেশি সংস্থায় নেপালে চাকরি, বছরে বেতন ১৯ লাখ ৫৯ হাজার

হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) অঞ্চলের আটটি আঞ্চলিক সদস্য দেশ নিয়ে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি জিও ইনফরমেশন সিস্টেম অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। বাংলাদেশি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: জিও ইনফরমেশন সিস্টেম অ্যানালিস্ট
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: জিওইনফরমেটিকস বা এ ধরনের বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে চার থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আরবানাইজেশন, পপুলেশন ডায়নামিকস, মাইগ্রেশন, অ্যাডাপটিং অ্যান্ড ট্রান্সফরমিং মাউন্টেইন লাইভলিহুডসে রিমোট সেনসিং ও স্পেশিয়াল অ্যানালাইসিসে অভিজ্ঞ হতে হবে। পাইথন, জাভা বা এ ধরনের টুলসের কাজ জানতে হবে। রিপোর্ট রাইটিং ও যোগাযোগে দক্ষ হতে হবে। দেশের বাইরে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: আইসিআইএমওডি হেড অফিস, কাঠমান্ডু, নেপাল।
বেতন: বছরে মোট বেতন আলোচনা সাপেক্ষে ১৬,৩২০ মার্কিন ডলার (১৯ লাখ ৫৯ হাজার ২৫৮ টাকা প্রায়)।
সুযোগ–সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সমন্বয় ভাতা, সন্তান/নির্ভরশীল সদস্য ভাতা, স্বাস্থ্য–জীবন–দুর্ঘটনা বিমা, ১৮ বছরের নিচে অন্তত দুই সন্তানের শিক্ষা ভাতা, সিভিয়ারেন্স পে, ছুটি ও ডে–কেয়ারের সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আইসিআইএমওডির ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর, ২০২৪ (নেপাল সময়)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *