নিউজিল্যান্ডে বিতর্কিত বিলের বিরুদ্ধে ৪০ হাজার মানুষের বিক্ষোভ

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে সরকারের একটি বিতর্কিত বিলের বিরুদ্ধে ৪০ হাজারেরও বেশি মানুষের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নয় দিনব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ (হিকোই) শেষে মঙ্গলবার (১৯ নভেম্বর) এই বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর বিবিসি।

এ সময় হাজার হাজার মানুষ মাউরি পতাকার রঙে সজ্জিত হয়ে রাজধানী ওয়েলিংটনে মিছিল করেছেন। এই সমাবেশকে নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভগুলোর মধ্যে অন্যতম বলে ধরা হচ্ছে। এর আগে ১৯৭৫ সালে ভূমি অধিকার আন্দোলনে ৫ হাজার মানুষের সমাবেশ হয়েছিল, যা এই বিক্ষোভের তুলনায় অনেক ছোট।

বিতর্কিত বিলটি সরকারের সহযোগী দল অ্যাক্ট পার্টির একজন জুনিয়র সদস্য দাখিল করেছেন। এই বিল ১৮৪০ সালের ওয়াইতঙ্গি চুক্তির নীতিগুলোকে পুনর্বিবেচনা এবং আইনগতভাবে সংজ্ঞায়িত করার প্রস্তাব করেছে।

অ্যাক্ট পার্টির নেতা ডেভিড সেমোর বলেন, সময়ের সঙ্গে সঙ্গে চুক্তির প্রধান মূল্যবোধগুলো জাতিগত বিভাজন সৃষ্টি করলেও ঐক্য বয়ে আনতে পারেনি।

অন্যদিকে হিকোইয়ে অংশগ্রহণকারীরা এই বিলের তীব্র বিরোধিতা করেছেন। তারা মনে করেন, এই বিল মাউরি জনগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ন করবে।

হিকোইয়ের নেতৃত্বে থাকা মাউরি রানি ন্য ওয়াই হোনো ই টে পো ওয়েলিংটনের সংসদ ভবন বিহাইভের সামনে হাজার হাজার সমর্থক নিয়ে উপস্থিত হন।

এদিকে সংসদ ভবনের ভেতরেও এই বিল নিয়ে আলোচনা চলেছে। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন বলেছেন, বিলটি আইনে পরিণত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *