নবীণবরন অনুষ্ঠানে অধ্যক্ষ আশরাফুল ইসলাম

‘সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য চারিত্রিক গুণাবলি ও নৈতিকতা জরুরি’

দিনাজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল ইসলাম বলেছেন, জীবনকে বিকশিত করতে হলে নিজেকে শিক্ষায় বিকশিত করতে হবে। একটি দেশকে এগিয়ে নিতে হলে, শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। আদর্শ জাতি গড়তে হলে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। সে শিক্ষা হতে হবে সুশিক্ষা, সে শিক্ষা হতে হবে নৈতিকতা সমৃদ্ধ ও মূল্যবোধ সমৃদ্ধ। যে শিক্ষা অবক্ষয়ের দিকে নিয়ে যায়, সে শিক্ষা শিক্ষা নয়। শিক্ষা মানুষকে শিক্ষিত করে, কিন্তু সর্বদা সুশিক্ষিত করে না। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে তাকে সুশিক্ষিত বলা যায় না। একজন মানুষকে শিক্ষিত নয়, সুশিক্ষিত হয়ে গড়ে ওঠা প্রয়োজন। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য চারিত্রিক গুণাবলি ও নৈতিকতা জরুরি। 

আজ সোমবার দিনাজপুর সরকারী মহিলা কলেজ এর আয়োজনে সম্মান ১ম বর্ষ ও একাদশ শ্রেণির নবীণবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. আশরাফুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন। দিনাজপুর সরকারী মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহবায়ক মো. ছায়েদ আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবেদুর রহমান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. সিদ্দিকুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মান ১মবর্ষ ভর্তি কমিটির আহবায়ক প্রফেসর মো. আনোয়ারুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুল হাসান মানিক। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, অনার্স ৪র্থ বর্ষ দর্শন বিভাগের শিক্ষার্থী মিন্নাতুন করিম, অনার্স ২য় বর্ষ ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুমা আকতার, সম্মান ১ম বর্ষের শিক্ষার্থী রোসনী মিতা, একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কুরাইশী যীনাত শর্মী প্রমুখ।

শেষে নবীণবরণ উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *