৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

স্বাস্থ্য খাত ও গণমাধ্যম সংস্কার কমিশনসহ পাঁচ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সরকার। অন্য কমিশনগুলো হলো—শ্রম সংস্কার কমিশন, নারীবিষয়ক সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন।

কমিশনগুলো গঠন করে রোববার পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। গতকাল মন্ত্রিপরিষদ থেকে এসব প্রজ্ঞাপন গণমাধ্যমে পাঠানো হয়।

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন হক: নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হককে প্রধান করে ১০ সদস্যের নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করেছে সরকার। কমিশনের অন্য সদস্যরা হলেন—মাহীন সুলতান, সারা হোসেন, ফৌজিয়া করিম, কল্পনা আক্তার, হালিদা হানুম আক্তার, সুমাইয়া ইসলাম, নিরুপা দেওয়ান, ফেরদৌসী সুলতানা ও শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে আট সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করেছে সরকার। এ কমিশনের সদস্যরা হলেন—অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন, আইনজীবী আব্দুর রহমান, মাহফুজ কবির, মাসুদা খাতুন, অধ্যাপক মো. তারিকুল ইসলাম ও শিক্ষার্থী প্রতিনিধি।

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান প্রফেসর এ কে আজাদ খান: ১২ সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয়েছে। প্রফেসর এ কে আজাদ খান ছাড়া কমিশনের সদস্যরা হলেন—অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক লিয়াকত আলী, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. নায়লা জামান খান, এসএম রেজা, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, ডা. আজহারুল ইসলাম, আইসিডিডিআর,বি, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ডা. আহমেদ এহসানুর রাহমান ও ঢাকা মেডিকেল কলেজের উমায়ের আফিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *