বিদেশী দর্শনার্থী ও ব্যবসায়ীদের আকর্ষণ করতে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাইয়ে প্রতি মাসেই বিভিন্ন ধরনের আয়োজন থাকে। চলতি সপ্তাহে তেমন আকর্ষণের তালিকায় শীর্ষে ছিল ‘বিউটিওয়ার্ল্ড মিডল ইস্ট’। সম্প্রতি শেষ হওয়া তিনদিনের এ আয়োজনে পণ্যসম্ভার নিয়ে হাজির ছিল বৈশ্বিক ও স্থানীয় পর্যায়ের দুই হাজারের মতো প্রতিষ্ঠান। এর বড় একটি অংশ ছিল অতিপরিচিত ও শৌখিন ব্র্যান্ড। ১৫০টির বেশি দেশের ৭০ হাজারের বেশি দর্শনার্থী নিয়ে বিউটিওয়ার্ল্ড মিডল ইস্টের ২৮তম আসরটি বসেছিল দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। অতিথির তালিকায় ছিলেন এ খাতের প্রভাবশালী ব্যক্তিত্বরা। মেস ফ্র্যাংকফুট মিডল ইস্ট আয়োজিত এবারের প্রদর্শনীর থিম ছিল ‘ইলুমিনেটিং দ্য বিজনেস অব বিউটি’। বিউটিওয়ার্ল্ড মিডল ইস্টের শো ম্যানেজার রবি রামচাঁদনি বলেন, ‘এ আয়োজন সৌন্দর্য ও সুরক্ষা শিল্পের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমরা গর্বিত যে এটি বিশ্বে সবচেয়ে প্রভাবশালী এবং ব্যাপক সংখ্যক দর্শক পাওয়া সৌন্দর্য শিল্পের প্রদর্শনীর একটি।’ তিনি আরো জানান, তিনদিনের প্রদর্শনীতে সৌন্দর্য শিল্পের সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোর পাশাপাশি উদীয়মান ব্র্যান্ডগুলো অংশ নিয়েছে, যা বাণিজ্যের সাম্প্রতিক প্রবণতা ও অন্তর্নিহিত দিক তুলে ধরার পাশাপাশি এ শিল্পের ভবিষ্যৎ গন্তব্য সম্পর্কে ধারণা দিচ্ছে। প্রদর্শনীতে ২৪টি সেশনে সৌন্দর্য শিল্প নিয়ে অর্ধশতের বেশি বক্তা মতামত তুলেছেন। সেখানে উদ্ভাবন, বর্তমান বাজার ও ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে কথা বলেছেন তারা। বিউটিওয়ার্ল্ড মিডল ইস্টের আকর্ষণীয় দিক হলো নতুন নতুন সুগন্ধি নিয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর উপস্থিতি। এবারো ১৫টি আন্তর্জাতিক কোম্পানির নিজেদের মেলে ধরার প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মতো। এছাড়া উপস্থিত দর্শনার্থীরা একই ছাদের নিচে নানা ধরনের সেবা পেয়েছেন। খবর দ্য ন্যাশনাল